আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে ক্যাপিটল হিলে বৃহস্পতিবার এক ব্যক্তির বোমা হামলার হুমকির কয়েক ঘন্টা পরে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প পন্থীদের হাঙ্গামায় দীর্ঘ অচলাবস্থার পর এই বোমা হামলার হুমকির ঘটনা আইন প্রণেতাদের বিচলিত করেছে।
হুমকির এ ঘটনায় ব্যাপক পুলিশী তৎপরতা শুরু হয়। রাজনৈতিক উত্তাপের মধ্যে কয়েক মাস ধরে সতর্ক থাকার পর যুক্তরাষ্ট্রের রাজধানীতে বোমা হামলার এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্দেভাজন এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে দক্ষিণপন্থী উগ্রবাদী হিসাবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
আত্মসমর্পনকারি ব্যাক্তি জানান, ওয়াশিংটনে ৪টি বোমা পেতে রাখা হয়েছে পুলিশ তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে বোমার বিষ্ফোরণ ঘটানো হবে।
নিরাপত্তা কর্মকর্তা এবং এফবিআই এজেন্টরা গোটা এলাকা ঘিরে ফেলে এবং ট্রাকের চালকের সঙ্গে আলোচনায় তিনি পুলিশকে জানান যে, এই ব্যক্তির হাতে একটি ডিটোনেটর ছিল বলে মনে হয়েছে। এর পর হঠাৎ চার ঘন্টার নাটকীয় পরিস্থিতির অবসান ঘটে। হুমকিদাতা ব্যক্তি গাড়ি থেকে নেমে আত্মসমর্পণ করে। পুলিশ এই ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়ে যায়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ