ঢাকাঃ চিত্রনায়িকা পরীমনির মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাকচ হয়েছে জামিন আবেদন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা বারোটারা দিকে মাদক মামলার রিমান্ড শুনানীতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে তোলা হয় পরীমণিকে। শুনানি হয় তার জামিনের জন্য করা আবেদনেরও।
শুনানিতে একই বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে পরীমণিকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তৃতীয় দফায় রিমান্ডকে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক মনে করেন পরীমণির আইনজীবী। আর রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পরে শুনানি শেষে আদালত পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড দেন আদালত।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় পরীমণিকে।
ঢাকা/ইবিটাইমস/আরএন