ভিয়েনা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শত্রু চাই না, শরিয়াহ আইনে নারীরা স্বাধীনতা পাবে : তালেবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ১০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, অতীতে যারা আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে তালেবান।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র বলেন, ইসলামিক আমিরাত কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা এখন সংকটে আছি। আমরা নিশ্চিত করতে চাই, আফগানিস্তানে যেন আর কোনো লড়াই না হয়। অতীতে যারা আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের বিরুদ্ধেও আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। কোনো ধরনের দেশি কিংবা বিদেশি শত্রু চাই না।

নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না’ উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, শরিয়াহ আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তারাও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আশ্বস্ত করতে চাই, কোনো বৈষম্য এখানে হবে না।

জাবিউল্লাহ মুজাহিদ এ সময় সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, গণমাধ্যম যেন আমাদের বিরুদ্ধে কাজ না করে। তিনি বলেন, তালেবান সংবাদমাধ্যমের ভূমিকাকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সংগঠনটি জানিয়েছে যে বেসরকারি গণমাধ্যম স্বাধীন থাকতে পারবে।

জাবিউল্লাহ আরও বলেন, তালেবান সরকার গঠনে সক্রিয়ভাবে কাজ করছে এবং এ কার্যক্রম সমাপ্তির পরে তা ঘোষণা করা হবে।

আল-কায়েদা বা অন্যান্য চরমপন্থিদের ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুজাহিদ বলেন, আফগানিস্তানের মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শত্রু চাই না, শরিয়াহ আইনে নারীরা স্বাধীনতা পাবে : তালেবান

আপডেটের সময় ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, অতীতে যারা আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে তালেবান।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র বলেন, ইসলামিক আমিরাত কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা এখন সংকটে আছি। আমরা নিশ্চিত করতে চাই, আফগানিস্তানে যেন আর কোনো লড়াই না হয়। অতীতে যারা আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের বিরুদ্ধেও আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। কোনো ধরনের দেশি কিংবা বিদেশি শত্রু চাই না।

নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না’ উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, শরিয়াহ আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তারাও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আশ্বস্ত করতে চাই, কোনো বৈষম্য এখানে হবে না।

জাবিউল্লাহ মুজাহিদ এ সময় সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, গণমাধ্যম যেন আমাদের বিরুদ্ধে কাজ না করে। তিনি বলেন, তালেবান সংবাদমাধ্যমের ভূমিকাকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সংগঠনটি জানিয়েছে যে বেসরকারি গণমাধ্যম স্বাধীন থাকতে পারবে।

জাবিউল্লাহ আরও বলেন, তালেবান সরকার গঠনে সক্রিয়ভাবে কাজ করছে এবং এ কার্যক্রম সমাপ্তির পরে তা ঘোষণা করা হবে।

আল-কায়েদা বা অন্যান্য চরমপন্থিদের ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুজাহিদ বলেন, আফগানিস্তানের মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

ডেস্ক/ইবিটাইমস/আরএন