লেবাননকে অস্ট্রিয়ার এক লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা উপহার

আজ সোমবার ১৬ আগস্ট অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়া লেবাননকে উপহার হিসাবে এক লাখ করোনার প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন উপহার হিসাবে দেয়ার কথা জানিয়েছেন।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ও জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
করোনা সঙ্কটে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় দেশ লেবাননে করোনা মহামারীর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। করোনায় দেশটির বিশেষ করে স্বাস্থ্য সেবায় অনেক ঘাটতি রয়েছে। তাছাড়াও দেশটিতে টিকাদানের পরিমাণ দেশের জনসংখ্যার তুলনায় খুবই কম। ফলে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব ব্যাপকহারে বিস্তার লাভ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী পর্যবেক্ষক মিশনের জন্য অস্ট্রিয়ান সশস্ত্র বাহিনীর একটি সরবরাহ ফ্লাইট (UNIFIL) বৈরুতে ভ্যাকসিন পরিবহন করবে। বিশ্বব্যাংকের মতে, লেবাননের অর্থনৈতিক সংকট বর্তমানে বিগত ১৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ও ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।প্রতিবেশী সিরিয়া থেকে শরণার্থীদের আগমনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে লেবাননও অন্যতম।

এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে বলেন,”আমরা এই কঠিন পরিস্থিতিতে লেবাননের জনসংখ্যাকে সাহায্য না করে থাকতে পারছি না”। অন্যদিকে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন ম্যাকস্টেইন (গ্রিনস) জোর দিয়ে বলেছেন যে সংহতিতে কাজ করা এবং লেবাননের জনগণকে জরুরিভাবে প্রয়োজনীয় টিকা দিয়ে সহায়তা করা মানবিক কারনে অপরিহার্য।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ (ÖVP) এক বার্তায় বলেন,”লেবানন বর্তমানে নাটকীয়ভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে
অন্যতম একটি দেশ।রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সংকট,১৫ লাখ সিরিয়ান শরণার্থীদের প্রবেশ এবং গত বছর বৈরুত বন্দরের বিধ্বংসী বিস্ফোরণ লেবাননের জনসংখ্যাকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করেছে।” লেবাননে এই পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭,৯৭৬ জন।

এদিকে অস্ট্রিয়ায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৭৪ জন এবং ১ জন নতুন করে করোনায় মৃত্যুবরণ করেছেন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১২৪ জন, OÖ রাজ্যে ১১৮ জন, Steiermark রাজ্যে ৮৯ জন, Tirol রাজ্যে ৬৯ জন, Salzburg রাজ্যে ৫৯ জন, Kärnten রাজ্যে ৩৬ জন, Vorarlberg রাজ্যে ৩১ জন
এবং Burgenland রাজ্যে ৩ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় মাত্র ৬,৬৪২ ডোজ করোনার প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকাদানের মোট পরিমাণ ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ২২ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৪৯ লাখ ৯৫ হাজার ২১৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৬ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৬৯,৫০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৫৭ জন।
করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪৯,৮৬৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৮৮৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »