রোম প্রতিনিধি: ইটালির রোম বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ইটালিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. শামীম আহসান বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটির নেতারা এবং বিশিষ্ট সাংবাদিকরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন।
রোম/ইবিটাইমস/আরএন