আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ে তাদের দেশের করোনা সংক্রান্ত বিধিনিষেধের অধিকাংশ আরেকবার তুলে নেয়ার পরিকল্পনা গ্রহণ করায় প্রাপ্ত বয়স্ক সকলকে টিকা নেয়ার নেয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ সেপ্টেম্বর নাগাদ বিধিনিষেধ তুলে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সরকার এ কথা জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ১৮ বছর বয়সের সকল নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের তিন সপ্তাহ পর দেশের অভ্যন্তরীণ বিধিনিষেধ তুলে নেয়ার চূড়ান্ত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। তবে নরওয়ের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পদক্ষেপ বলবৎ থাকবে।
এদিক, এ পর্যন্ত নরওয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৭.২ শতাংশ করোনাভাইরাসের কমপক্ষে প্রথম ডোজ গ্রহণ করেছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ