অস্ট্রিয়ার স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান সংস্থা “স্বাস্থ্য অস্ট্রিয়া”GmbH (GÖG) -এর একটি পরিসংখ্যানে এতথ্য বেড়িয়ে এসেছে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ায় এই পর্যন্ত ১,৪৪৭ জন মানুষ ইতিমধ্যেই দুইবার করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে শতকরা ৮৪,৭ শতাংশই করোনার প্রতিষেধক টিকা নেন নি। “স্বাস্থ্য অস্ট্রিয়া”GmbH (GÖG) -এর মহামারী সংক্রান্ত রিপোর্টিং সিস্টেমে (ইএমএস) জানিয়েছেন অস্ট্রিয়ায় অনেক মানুষই করোনায় দ্বিতীয়বার এমনকী ৯ জন তৃতীয়বারের মত করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর অনূরোধে এই তথ্য জানিয়েছেন Gesundheit Österreich GmbH (GÖG)। যে নয় জন করোনা ভাইরাসে তৃতীয়বারের মত সংক্রমিত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে আটজন এখনও করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন নি। তাদের মধ্যে শুধুমাত্র একজন করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। আক্রান্ত মত ব্যক্তি দুইবার করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর করোনার প্রতিষেধক টিকা গ্রহণের ২২ দিনের মাথায় তৃতীয়বারের মত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। তৃতীয়বারের মত করোনায় আক্রান্তদের মধ্যে ৪ জন NÖ রাজ্যের,২ জন করে Steirmark ও Vorarlberg রাজ্যের এবং একজন OÖ রাজ্যের বাসিন্দা।
সংস্থাটি এপিএ কে আরও জানিয়েছেন অস্ট্রিয়ায় প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি। অস্ট্রিয়ার Tirol রাজ্যের রাজধানী Innsbruck শহরে অধ্যায়নরত এক ইতালির দম্পতির শরীরে প্রথম করোনার উপস্থিতি শনাক্ত হয়। সেই দম্পতি উত্তর ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্থ লম্বার্ডি অঞ্চলে ছুটি কাটিয়ে অস্ট্রিয়ায় এসে অসুস্থ হয়ে পড়েন। পরে Innsbruck বিশ্ববিদ্যালয় ক্লিনিকে প্রায় ৬ সপ্তাহের চিকিৎসার পর তারা বাসায় ফিরে যান। তার ঠিক ৫৩৩ দিনপর ১০ আগস্ট ২০২১ সালে স্বাস্থ্য পরিসংখ্যান সংস্থা ইএমএসের তথ্য অনুসারে ইতিমধ্যে অস্ট্রিয়ায় ৬ লাখ ৫৬ হাজার ৬১৫ জন মানুষ সার্স-কোভিড-১৯ এ সংক্রমিত শনাক্ত হয়েছেন। এই আক্রান্তের সংখ্যা অস্ট্রিয়ার মোট জনসংখ্যার শতকরা ৭,৩৫ শতাংশ।
এপিডেমিওলজিকাল রিপোর্টিং সিস্টেম (ইএমএস) হল অস্ট্রিয়ান জেলা প্রশাসনিক কর্তৃপক্ষ (BVB), সমস্ত রাজ্য মেডিকেল ডিরেক্টরেটস, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা সংস্থার (AGES) সাধারণ ডাটাবেস। সমস্ত উল্লেখযোগ্য রোগ ইএমএস -এ নিবন্ধিত, যেখান থেকে একটি সংশ্লিষ্ট রেজিস্টার তৈরি করা হয়। অস্ট্রিয়ার খাদ্য ও সুরক্ষার সংস্থা AGES জানিয়েছেন অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ এবং হাসপাতালে রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
AGES দেশে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করেছেন। গতকাল বুধবার অস্ট্রিয়ায় ৯০২ জন নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন,যা মে মাসের মাঝামাঝি থেকে সর্বোচ্চ। AGES এর পরিসংখ্যান অনুসারে গত সাত দিনে অস্ট্রিয়ায় প্রতি ১,০০,০০০(এক লাখ) জনপদে করোনায় সংক্রমণের সংখ্যা ৪৬,৭ জন। অস্ট্রিয়াতে হাসপাতালের রোগীর সংখ্যাও বেড়েছে। ফলে অস্ট্রিয়ার নীতিনির্ধারকরা আবার নড়েচড়ে বসেছেন। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন তাই আজ বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এদিকে অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম স্বাস্থ্যমন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছেন আগামী ১৭ অক্টোবর থেকে অস্ট্রিয়ায় করোনার তৃতীয় বা বুস্টার ডোজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। প্রথমে এই বুস্টার ডোজ দেয়া হবে বয়স্ক মানুষদের নার্সিংহোমে। টিকা উৎপাদনকারী প্রায় সকল প্রতিষ্ঠানই জানিয়েছেন করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করার পর তার মেয়াদ ৬ মাস থাকবে। করোনার প্রতিষেধক টিকার ৬ মাস পর তৃতীয় বা বুস্টার ডোজ নেয়ার পর আর প্রায় ৭ বছর করোনার কোন টিকা নিতে হবে না। অবশ্যই টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সমূহের এই থিওরি এখনও শুধুমাত্র অনুমান নির্ভর।
গতকাল অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১৬২ জন, Tirol রাজ্যে ১০২ জন, NÖ রাজ্যে ৯৯ জন, Steiermark রাজ্যে ৮৯ জন, Salzburg রাজ্যে ৬৩ জন, Vorarlberg রাজ্যে ৩৯ জন, Kärnten রাজ্যে ৩৩ জন এবং Burgenland রাজ্যে ১৪ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৩৭,০১৩ ডোজ এবং এই পর্যন্ত মোট করোনার প্রতিষেধক টিকাদানের পরিমাণ ১,০০,৮০,৬৭৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৪৯ লাখ ২৬ হাজার ৪০৭ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৫,৩ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৬৫,৮৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৫৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪৭,৮৮৩ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,২৪৯ জন। এর মধ্যে আইসিইউ তে আছেন ৫১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবিটাইমস