অস্ট্রিয়ার পূর্ব তিরোলে সমাবেশে বিধি-নিষেধ আরোপ, এফএফপি ২ মাস্ক বাধ্যতামূলক

ইউরোপ ডেস্ক: অস্ট্রিয়ার Tirol রাজ্যের পূর্বের জেলা Lienz এর দুইটি পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ অস্ট্রিয়ার Tirol রাজ্য প্রশাসন পূর্ব তিরলের Lienz জেলার Innervillgraten এবং Oberlienz পৌরসভা দুইটিতে নতুন করে করোনার সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধির ফলে পুনরায় নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। এই দুইটি পৌরসভার বিধিনিষেধের মধ্যে রয়েছে।

আগামী বুধবার ১১ আগস্ট থেকে এই দুই পৌরসভা থেকে করোনার পরীক্ষার নেগেটিভ সনদ বা টিকাদানের সনদ বা করোনার থেকে সুস্থতার সনদ ব্যতীত কেহ বের হতে পারবে না। তাছাড়াও এই দুই পৌরসভায়  আপাতত ১ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ জন বা তার উর্ধ্বে লোকজনের সমাবেশ বা যেকোন ধরনের ইভেন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দুই পৌরসভায় করোনার যথাযথ বিধিনিষেধ মেনে সর্বোচ্চ ৫০ জনের সমাবেশ এখনও অনুমতি আছে বলে সংবাদ সংস্থা জানিয়েছেন।

Tirol রাজ্য প্রশাসন আরও জানিয়েছেন সমগ্র পূর্ব তিরোলে (Osttirol) দোকানপাট ও অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন ইভেন্টগুলির জন্য আপাতত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এফএফপি ২ মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থ জরিমানার সতর্কতা দেয়া হয়েছে। প্রশাসন থেকে আরও বলা হয়েছে এই জেলায় আগামী ১ সেপ্টেম্বর  পর্যন্ত সমস্ত ইভেন্টের জন্য প্রশাসনের নিকট পূর্ব নিবন্ধনও বাধ্যতামূলক করা হয়েছে।

এপিএ আরও জানিয়েছেন পূর্ব তিরোলে (Osttirol) বাকী অংশে গত সাত দিনে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩২ জন। বর্তমানে উপদ্রুত দুই পৌরসভায় প্রতি এক লাখ (১,০০,০০০) জনপদে করোনায় আক্রান্ত ৪২৫ জন। তাই Tirol রাজ্য প্রশাসন ফেডারেল হাই ইনসিডেন্স ডিক্রির উপর ভিত্তি করে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা ৩০০ বা ততোধিক সংক্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস মোকাবেলায় আরও ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

ইউরোপ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »