বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোসাটমের টেকনিক্যাল একাডেমী পরিদর্শন

মোহাম্মদ নাসরুল্লাহ, ঢাকা: রাশিয়ান ফেডারেশন পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, আনবিক শক্তি কমিশন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের  ব্যবস্থাপক এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোসাটমের টেকনিক্যাল একাডেমী পরিদর্শন করেন বাংলাদেশের বিজ্ঞান  ও প্রযুক্তি মন্ত্রী স্থপতিইয়াফেস ওসমান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিলো বাংলাদেশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের চুক্তি অনুযায়ী বিশেষজ্ঞদের প্রশিক্ষনের বিষয়ে আলোচনায় গত বছরের বৈশ্বিক মহামারীর বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে। এসময় জানানো হয়, রাশিয়াতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে টিকা নিশ্চিত করা হয়েছে এবং ১৫০০ এর বেশি পিসিআর টেস্ট করা হয়েছে। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইন্টার্নশিপের সময় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশী কর্মকর্তাদের প্রশিক্ষনের বিষয়টি রূপপুর পারমানবিক  বিদ্যুৎ কেন্দ্রের নির্মানের সুচীতে অন্তর্ভুক্ত করা আছে।

রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মান প্রকল্পের পরিচালক এবং এএসই জেএসসি  এর ভাইস প্রেসিডেন্ট এলেক্সি ডেইরী বলেন “বর্তমানে প্রশিক্ষনার্থীদের রাশিয়া পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে। এতে করে এখন তাদের প্রশিক্ষনের সম্পুর্ন সময়ে রাশিয়াতে অবস্থান করার ভিসা প্রদান করা হবে। এছাড়াও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের কার্যতালিকা অনু্যায়ী আমাদের ট্রেনিংয়ের গ্রুপ পাঠাতে হচ্ছে। আমরা এখন সমন্বয়ের কাজ করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ইপিসি চুক্তি অনুসারে কর্মকর্তাদের প্রশিক্ষনের জন্যে একটি উন্নত সময়সূচী করা গুরুত্বপুর্ন।

বৈঠকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে প্রশিক্ষন এবং পদ্ধতিকরণ উপকরন, ডকুমেন্টেশন, কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষন ব্যবস্থা , পোস্টার ও জটিল তথ্য ব্যবস্থায় বিশেষ মনোযোগ দেয়া হয় যা প্রশিক্ষন সময়মত শুরু করাকে নিশ্চিত করবে।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বাংলাদেশের প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষনে ব্যবহৃত নতুন প্রযুক্তি ভিভিইআর ১২০০ পাওয়ার ইউনিট এবং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রদর্শনের জন্যে একটি ভিজুয়াল প্রোটোটাইপিং থ্রিডি প্রদর্শনীর কমপ্লেক্সের সাথে পরিচিত হন।

রোসাটম সার্ভিস জেএসসি এর ট্রেনিং প্রজেক্ট ডিপার্টমেন্টের পরিচালক ভিভোলোদ ভিটিয়াজেভ বলেন, গ্রাহকের কর্মকর্তাদের প্রশিক্ষনের মান বৃদ্ধি করার জন্যে ২০১৮ সালে একটি বড় বিনিয়োগ কর্মসূচী চালু করা হয়। ক্লাসরুম মেরামত করা হয়, আইটি ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়। প্রশিক্ষনার্থীদের আরামদায়ক  বসবাসের জন্যে নভোভোরোনেঝে একটি হোটেল এবং কয়েকটি এপার্টমেন্ট কেনা হয়। বিদেশী শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়ার জন্যে ১৭০ জন নতুন প্রজন্মের প্রশিক্ষককে প্রস্তুত করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। বছরের শেষ নাগাদ সমস্ত প্রশিক্ষন কেন্দ্রগুলিতে জেএসসি রোসাটম সার্ভিসের হাইটেক কোম্পানী জেইটি নির্মিত এনালিটিকাল এবং ফুল স্কেল সিমুলেটর থাকবে।

রোসাটম টেকনিকাল একাডেমীর প্রশিক্ষকদের মতে, বাংলাদেশের ছাত্ররা মেধাবী, তাদের দেশে এবং দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা লাভ করা মার্জিত মানসিকতা সম্পন্ন। মিডটার্ম পরীক্ষার ফলাফল অনু্যায়ী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশেষজ্ঞদের গড় সাফল্য ৯৫.৫%।

টেকনিকাল একাডেমীর প্রথম ভাইস রেক্টর ভ্লাদিমির আস্পিসভ বৈঠক শেষে বলেন “বাংলাদেশের প্রথম গ্রুপের রোসাটমের এই টেকনিকাল একাডেমীতে আসার ঠিক  তিন বছর অতিবাহিত হয়েছে। এই পুরো সময়ে বাংলাদেশের ব্যবস্থাপকরা একাডেমীকে মনোযোগ সহকারে পর্যবেক্ষন করছে। এটি প্রশিক্ষনের সময়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপুর্ন। আমরা সব সময় গ্রাহকের সমস্ত মন্তব্য এবং পরামর্শ বিবেচনায় নেই এবং নেতাদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরনা প্রশিক্ষনার্থীদের তাদের পড়াশোনা ও জ্ঞান অর্জনে উৎসাহ যোগায়।

বৈঠক শেষে প্রতিনিধিগন রোসাটমের টেকনিকাল একাডেমীর প্রশিক্ষনের মানের ব্যাপারে এবং আগের পরিদর্শনের সময়ে গৃহীত যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও  ভবিষ্যতে আরো সহায়তা প্রদানের ক্ষেত্রে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রাশিয়ার পরিকল্পনায় বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান আমাদের জন্য বিশেষ গর্বের বিষয়। পারমানবিক প্রযুক্তি নতুন প্রজন্মের কাছে হস্তান্তর কর অত্যন্ত গুরুত্বপূর্ন। টেকনিকাল একাডেমীর অনেক প্রশিক্ষক পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের কর্মজীবন শুরু করেছে এবং তারা প্রযুক্তিটি সম্পর্কে সম্মক ধারনা রাখে। তাত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার সমন্বয় এই ধরনের জটিল প্রযুক্তি আয়ত্বে আনার জন্যে সহায়ক।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »