দেশে করোনায় ২৬১ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৮,১৩৬

corona

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২৬১ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৫২ ও নারী ১০৯ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬  জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »