১৫ আগষ্ট না হলে দেশ অনেক আগেই এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকান্ড না ঘটলে বাংলাদেশ অনেক আগেই বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতো।

বৃহস্পতিবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতীয় জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সংগঠিত করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ কামাল। বঙ্গবন্ধুর বড় ছেলে, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিনে তার নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া পরিষদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

অনুষ্ঠানে ছোট ভাইকে নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব কাছ থেকে দেখা শেখ কামালের জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের মাধ্যমে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে।  প্রধানমন্ত্রী আশা করেন, খেলাধুলায় অংশ নিয়ে তরুণরা দেশের জন্য আরো অনেক মর্যাদা বয়ে আনবে।  সরকার খেলাধুলার মতো মননশীল কাজে পৃষ্ঠপোষকতা করে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »