ভিয়েনা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার আরও দুইটি ব্রোঞ্জ পদক লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ১৯ সময় দেখুন

অস্ট্রিয়া আজ বিশ্ব অলিম্পিকে মহিলাদের জুডো এবং পুরুষদের ক্লাইমবিং এ তৃতীয় স্থান অধিকার করে এই পদক লাভ করেছে 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ান অলিম্পিক কমিটি এবং রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়েছে আজ বিশ্ব অলিম্পিকের মহিলাদের কারাতে প্রতিযোগিতায় ভোরার্লবার্গ রাজ্যের বেটিনা প্ল্যাঙ্ক টোকিও অলিম্পিক গেমসে তৃতীয় স্থান অধিকার কর ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই পদক লাভের অল্প সময় পরই সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার তিরোল রাজ্যের জ্যাকব শুবার্ট বিশ্ব অলিম্পিক গেমসে ক্রীড়া আরোহণে(Sport Climbing) তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক গেমসে অস্ট্রিয়ার পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭-এ ।

অস্ট্রিয়া ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমানে ৪৩ তম স্থানে অবস্থান করছে। এইবারের এই গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়া থেকে মোট ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অবশ্য এরই মধ্যে ইভেন্ট শেষ হয়ে যাওয়ায় অনেকেই দেশে ফিরে এসেছেন। টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক শেষ হওয়ার তিনদিন পূর্বে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে চীন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জাপান। চীন এই পর্যন্ত ৩৪টি স্বর্ণ,২৪টি রোপ্য ও ১৬ টি ব্রোঞ্জ পেয়েছে। যুক্তরাষ্ট্র ২৯টি স্বর্ণ,৩৫টি রোপ্য ও ২৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

স্বাগতিক জাপান এই পর্যন্ত ২২টি স্বর্ণ, ১০টি রোপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমান তৃতীয় স্থানে অবস্থান করছে।

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার আরও দুইটি ব্রোঞ্জ পদক লাভ

আপডেটের সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

অস্ট্রিয়া আজ বিশ্ব অলিম্পিকে মহিলাদের জুডো এবং পুরুষদের ক্লাইমবিং এ তৃতীয় স্থান অধিকার করে এই পদক লাভ করেছে 

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ান অলিম্পিক কমিটি এবং রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়েছে আজ বিশ্ব অলিম্পিকের মহিলাদের কারাতে প্রতিযোগিতায় ভোরার্লবার্গ রাজ্যের বেটিনা প্ল্যাঙ্ক টোকিও অলিম্পিক গেমসে তৃতীয় স্থান অধিকার কর ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই পদক লাভের অল্প সময় পরই সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার তিরোল রাজ্যের জ্যাকব শুবার্ট বিশ্ব অলিম্পিক গেমসে ক্রীড়া আরোহণে(Sport Climbing) তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক গেমসে অস্ট্রিয়ার পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭-এ ।

অস্ট্রিয়া ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমানে ৪৩ তম স্থানে অবস্থান করছে। এইবারের এই গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়া থেকে মোট ৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। অবশ্য এরই মধ্যে ইভেন্ট শেষ হয়ে যাওয়ায় অনেকেই দেশে ফিরে এসেছেন। টোকিওর গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক শেষ হওয়ার তিনদিন পূর্বে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে চীন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জাপান। চীন এই পর্যন্ত ৩৪টি স্বর্ণ,২৪টি রোপ্য ও ১৬ টি ব্রোঞ্জ পেয়েছে। যুক্তরাষ্ট্র ২৯টি স্বর্ণ,৩৫টি রোপ্য ও ২৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

স্বাগতিক জাপান এই পর্যন্ত ২২টি স্বর্ণ, ১০টি রোপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক জিতে বর্তমান তৃতীয় স্থানে অবস্থান করছে।