আগামী সপ্তাহ থেকে “অস্ট্রিয়া সেন্টার” ভিয়েনায় কোন নিবন্ধন ছাড়াই সব ধরনের টিকাদান কার্যক্রম শুরু

ইউরোপ ডেস্কঃ আগামী সপ্তাহ থেকে ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে (VIC) আপনি আপনার পছন্দের করোনার প্রতিষেধক টিকা কোন পূর্ব নিবন্ধন ছাড়াই দিতে পারবেন।

ভিয়েনার স্বাস্থ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে কোন পূর্ব নিবন্ধন বা রেজিস্ট্রেশন ছাড়াই করোনার প্রতিষেধক ভ্যাকসিন দেয়া হবে। এমনকি আপনি আপনার পছন্দের টিকাটিও সাথে সাথেই গ্রহণ করতে পারবেন।

টিকার সময় শুধুমাত্র ইন্সুরেন্স কার্ড (SV) এবং নিজের পরিচয় পত্র সাথে রাখলেই চলবে। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার প্রতিষেধক টিকা বা ভ্যাকসিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা,ফাইজার ও বায়োএনটেক, মোডার্না এবং জনসন এন্ড জনসনের টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা,ফাইজার ও মোডার্নার দুই ডোজ করে এবং জনসন এন্ড জনসনের করোনার প্রতিষেধক টিকা মাত্র ১ ডোজ নিতে হবে। ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে সকাল ৭ টা থেকে বিকাল ৭ টা পর্যন্ত সোমবার থেকে রবিবার সপ্তাহের ৭ দিনই করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়।

অস্ট্রিয়া সরকার নিজেদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম কিছুটা কমিয়ে দিলেও বলকান রাস্ট্র সমূহের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা এখনও আনছেন। অস্ট্রিয়া এই পর্যন্ত প্রায় ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন বলকান দেশের সমূহে সরবরাহ করেছেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর অস্ট্রিয়ায় একজন নার্স রক্ত জমাট বাধা জনিত কারনে মৃত্যুবরণ করলে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অবশ্য একটি আন্তর্জাতিক মেডিক্যাল সাময়িক জানিয়েছেন যে,অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার প্রতিষেধক ভ্যাকসিন নেয়ার পর বেশ কয়েকটি দেশে রক্ত জমাট বাধার কারনে মৃত্যুবরণের ঘটনা পর্যন্ত ঘটেছে।

তবে সেটা খুবই সামান্য এবং এক গবেষণায় দেখা গেছে এই প্বার্শ্বপ্রতিক্রিয়ার শিকার প্রায় সকলেই মহিলা। গবেষণায় আরও জানা গেছে,যে সমস্ত মহিলা জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করেন,অতিরিক্ত ধূমপান করেন এবং পূর্ব থেকেই বিভিন্ন জটিল রোগ আক্রান্ত ছিলেন তারাই টিকা গ্রহণের পর অসুস্থ ও মৃত্যুবরণ করেছেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় মেডিকেল এজেন্সী অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা বা ভ্যাকসিনকে অব্যাহত ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং প্রতিটি দেশের স্বাস্থ্য প্রশাসনকে টিকার পূর্বে রোগীর স্বাস্থ্য ইতিহাস জেনে নেয়ার উপর গুরুত্ব দেয়ার অনুরোধ করেছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৩৮ জন এবং দ্বিতীয় দিনের মত আজও কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৯৩ জন, NÖ রাজ্যে ৮৩ জন,Steiermark রাজ্যে ৭৫ জন, Salzburg রাজ্যে ৩৮ জন,Tirol রাজ্যে ২৭ জন, Kärnten রাজ্যে ২৬ জন,Vorarlberg রাজ্যে ২৫ জন এবং Burgenland রাজ্যে ৯ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৫২,৪৯১ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯৬,৫৭,৩০৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকাদান করেছেন ৪৫ লাখ ৬৫ হাজার ৬২৯ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫১,২ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৯,০৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪৩,০২৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৯২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »