পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করা ঘটনার মামলায় দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাকিবুল এর মা মোসাঃ রাহিমা বেগম বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৭-৮ জন আসামী করে মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর পরই কলাপাড়া থানা পুলিশ মামলার তদন্তকারি অফিসার ইন্সপেক্টর আসাদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ খলিল, মোঃ নোমান ও মোঃ নয়ন বয়াতীকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান এজাহার ভুক্ত ৯,১১, এবং ১৩ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে দেয়া হয়।
সালাম আরিফ/ইবিটাইমস/আরএন