আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পার্লামেন্ট ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করে তা আগামী ৯ আগস্ট থেকে ক্যাফে, ট্রেন এবং বিমানে বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে বুধবার এ কথা জানান।
ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে জনগনের তীব্র প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই গত রোববার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।
বিশেষ পাসটিতে টিকার সবগুলো ডোজ, করোনা নেগেটিভের এবং সংক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠার তথ্য থাকবে। এই আইনে স্বাস্থ্য কর্মী এবং কেয়ারার্সদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
যাদুঘর, সিনেমা ও কালচারাল ভেন্যুসহ যেসব জায়গায় ৫০ জনের বেশি মানুষ জড়ো হচ্ছে সেখানে ২১ জুলাই থেকে এই এই পাস বাধ্যতামূলক করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ