ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ইংল্যান্ডের পূর্ব ও উত্তর লন্ডন
ইউরোপ ডেস্কঃ যুক্তরাজ্যের স্কটল্যান্ডে গত সপ্তাহের ছুটিতে লেকের পানিতে ডুবে তিনজন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন এক পরিবারের মা ও ছেলে। বিবিসি জানায় এই দুঘর্টনাটি ঘটে গত শনিবার। নিহতের স্বামী ওয়ারিস বিবিসিকে এই মর্মান্তিক ঘটনার বর্ণনা করেছেন, তিনি জানিয়েছেন তার ২৯ বছর বয়সী স্ত্রী এডিনা ওলাহোভা, তাদের সন্তান রানা হারিস আলী এবং পারিবারিক বন্ধু ৩৯ বছর বয়সী মুহাম্মদ অসীম রিয়াজ পানিতে ডুবে মারা যান। মি: অসীমের সাত বছরের ছেলে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি বলেন, আমি শেষ মুহুর্তে যখন আমার স্ত্রীর হাত দেখতে পেলাম আমি তখন আমার শার্ট খুলে তাকে ধরতে চেস্টা করলাম কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তিনি বলেন, মি: আসিম বাদে তাদের গ্রুপের কেউ সাঁতার জানতো না। তিনি বলেন, আমরা গ্লাসগোর গোভান এলাকায় বসবাস করি। আমরা আইল অফ স্কাইয়ে ছুটি কাটিয়ে লচ লোমন্ডে বিরতি নিচ্ছিলাম। বাচ্চারা তখন খেলাধুলা করছিলো। হঠাৎই পা পিচলে পানিতে পড়ে যায় তারা। মনে হয়েছিলো পানি কম এবং নিরাপদ। কিন্তু দ্রুত গভীরে তারা চলে যায়। আমার বন্ধুর ছেলে এবং বড়রা তাদেরকে বাঁচানোর চেস্টা করে কিন্তু পরিস্থিতি দ্রুত বদলায়। একজন পথচারী আমা’র বন্ধুর ছে’লেকে রক্ষা করলেও অন্যদের সম্ভব হয়নি।
নিজের স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মি: ওয়ারিস বলেন, সে খুবই যত্নশীল এবং ভালো ছিলো, তাদের ছেলে সব সময় হাসিখুশি থাকত। বন্ধু অসীম সম্পর্কে বলেন, সে আমা’র ভাইয়ের মত ছিলো।
এদিকে এক সপ্তাহান্তে স্কটল্যান্ডে ছয় জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছেন। স্কটল্যান্ডে ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন এই মৃত্যুর সংখ্যাটিকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করেছেন। লচ লোমন্ড এবং ট্রস্যাশস জাতীয় পার্ক বলেছে যে এটি পার্কের ইতিহাসের “সবচেয়ে খারাপ সপ্তাহান্তের একটি”।
এদিকে লন্ডন থেকে সুরমা নিউজ জানিয়েছেন যে, গত সপ্তাহের শেষের দিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে পূর্ব ও উত্তর লন্ডন। নতুন করে ভারি বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে গেছে পূর্ব ও উত্তর লন্ডন। কয়েক ঘণ্টার বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার পূর্ব লন্ডনের দুটি হাসপাতাল হুইপস ক্রস ও নিউহাম হাসপাতালের ভেতরেও পানি প্রবেশ করে। রোগীদের অন্য হাসপাতালে যাওয়ার অনুরোধ করেছে হাসপাতাল দুটির কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বন্যার কারণে ব্ল্যাকওয়াল টানেলসহ বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছিল।
যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ও মৃত্যুর বৃদ্ধির পরিমাণ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯১ জন,আর নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৭,৯৩৪ জন। যুক্তরাজ্যে এই পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৭,৭০,৯২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১,২৯,৪৩০ জন। করোনার থেকে যুক্তরাজ্যে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪৪,৮০,৫৩৩ জন। যুক্তরাজ্যে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১১,৬০,৯৬৫ জন।
কবির আহমেদ /ইবিটাইমস