ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিডনিতে লকডাউন বাড়ল আরো চার সপ্তাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ৩৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: অষ্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে।

সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।
এদিকে দেশটিতে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিডনিতে লকডাউন বাড়ল আরো চার সপ্তাহ

আপডেটের সময় ০২:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: অষ্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে।

সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।
এদিকে দেশটিতে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ