হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রেইনবো পার্সেল সার্ভিসের সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক যুবক খুলনা জেলার তেরখাদা উপজেলার দক্ষিন খুশলা গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। আটক হামিমকে (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, মঙ্গলবার রাতে রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগে অজ্ঞাতনামাকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম এর নেতৃত্বে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামীমকে আটক করেন।
আটক হামীম জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ৪লক্ষ ৫২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। বাকী টাকা উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি মো: আলী আশরাফ।
মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন



























