পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ খান (৭০) কে রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
সোমবার (২৬জুলাই) বিকালে তাকে উপজেলার উজিয়ালখান জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে পারিবারিক করবস্থানে দাফন করা হয় ওয়াদুদ খানকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিয়া মনু, সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, কাউখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধার জ্যেষ্ঠ পুত্র মো. আল আমীন খান পলাশ জানান, তার পিতা মো. ওয়াদুদ খান প্রায় ২ বছর ধরে বার্ধক্যজনিত কারনে বাড়িতে অসুস্থ ছিলেন। সোমবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —রাজেউন)। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও এক কন্যা রেখে গেছেন।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন