সিলেট বিভাগে করোনায় আরও ১০ জনের মৃত্যু

সিলেট:সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী গত একদিনে মৃত ১০ জনের মধ্যে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জ ১ ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছে। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মারা গেল ৬১৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৯১, সুনামগঞ্জের ৪৪, হবিগঞ্জের ২৮ ও মৌলভীবাজার জেলার ৫৩ জন।

এদিকে গত একদিনে করোনায়  আক্রান্ত হয়েছে আরও ৪৪০ জন, সুস্থ হয়েছে ৪৭৩ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬৬, সুনামগঞ্জ ৭৮, হবিগঞ্জ ৬৩ ও মৌলভীবাজার জেলার ৩৩ জন। বিভাগে গত একদিনে মোট ১ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৪৪০ জনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। এতে বিভাগে সংক্রমনের শতকরা হার হচ্ছে ৩৫.৯৮ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে  ৩৫ হাজার ৬৪৬ জন। জন। অপরদিকে গত একদিনে বিভাগে আরও ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৯০৬ জন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »