আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন ইন-ফা’র আঘাতে ভূমিধসের আশঙ্কায় রেলপথ ও বন্দর বন্ধ করে দিয়েছে চীন। সমুদ্র থেকে পণ্যবাহী জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। একইসঙ্গে উড়োজাহাজ চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াং-এর স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে চীন। এরমধ্যেই রোববার গভীর রাতে সাংহাইয়ের কাছে পূর্ব উপকূলীয় প্রদেশ ঝেজিয়াং-এ ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
টাইফুন ইন-ফা প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (ঘণ্টায় ৯৫ মাইল) বাতাসের বেগে প্রবাহিত হচ্ছে এবং তা ঘণ্টায় ১৯১ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘণ্টায়) বেগে তাইওয়ান থেকে উত্তর-পশ্চিমে সরে গেছে। ফলে, সেখানে উচ্চ ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ