অস্ট্রিয়ার পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের ১২ ঘন্টার মধ্যেই ১০৪ জন অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার

আজ পূর্ব সীমান্তে গ্রেফতারকৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে দুইজন বাংলাদেশের নাগরিকও রয়েছেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার নতুন আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীকে কমপক্ষে এক বছরের জেল খাটার পর নিজ দেশে ফেরত পাঠানো হয়। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronenzeitung জানিয়েছেন,পূর্ব সীমান্তে শরণার্থীদের আসন্ন স্রোতের কারণে রাজনৈতিক পদযাত্রার আদেশ জারি হওয়ার সাথে সাথে সশস্ত্র বাহিনী ইতিমধ্যে দর্শনীয় অভিযান রেকর্ড করেছে।  কয়েক ঘন্টার মধ্যেই বুর্গেনল্যান্ডে সৈন্যরা ১০০ এরও বেশি অভিবাসী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আফগানিস্তান থেকে আসা শরণার্থী এবং দুই জন বাংলাদেশী শরণার্থীও এই দলে আছেন বলে অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন।

অস্ট্রিয়ার পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের মাত্র ১২ ঘন্টার মধ্যেই অস্ট্রিয়া-হাঙ্গেরির সীমান্তে ১০৪ জন অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বার্তায় অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার বলেন, “এই গ্রেফতার প্রমাণ করে যে,আমাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন কতটা গুরুত্বপূর্ণ এবং সঠিক”।প্রতিরক্ষামন্ত্রী ট্যানার অস্ট্রিয়ার নিরাপত্তা বাহিনীর এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন,গত শুক্রবারও অস্ট্রিয়ার পূর্ব সীমান্তে প্রায় ৪০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা  হয়েছিল। অস্ট্রিয়ার সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের পরও ৯ শরণার্থী অস্ট্রিয়ার ভিতরে ঢুকে পালিয়ে যায়।পড়ে সমগ্র Burgenland রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়।

সংবাদ সংস্থা এপিএ জানায়,গতকাল শনিবার পূর্ণিমার রাতে অবৈধভাবে পালিয়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অস্ট্রিয়ান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন অনেক আফগান, সিরিয়ান, পাকিস্তানি, তুর্কি এবং বাংলাদেশ থেকে আসা দুই শরণার্থী।আর ধরা পরার সাথে সাথেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় তাদের ইউরোপে আসার স্বপ্ন। সংবাদ মাধ্যম জানিয়েছেন শুধুমাত্র রাতের অন্ধকারেই নয় দিনের বেলায়ও দলে দলে অস্ট্রিয়া প্রবেশের সময় গ্রেফতার হয়।

বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছেন আরও শত শত এশিয়ার শরণার্থী বলকান রাস্ট্র সমূহে অবস্থান করছেন অস্ট্রিয়ার সীমান্ত দিয়ে পশ্চিম ইউরোপে প্রবেশের জন্য।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩২ জন এবং আজ করোনায় কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৪৫ জন, NÖ রাজ্যে ৪৪ জন, Salzburg রাজ্যে ৪২ জন, OÖ রাজ্যে ৩৫ জন, Steiermark রাজ্যে ১৬ জন, Vorarlberg রাজ্যে ১৬ জন, Kärnten রাজ্যে ১২ জন এবং Burgenland রাজ্যে ৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৩৯,০৪১ ডোজ এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৯৩,৭২,৭৬৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৪৩,২৬,৬৪৫ জন, যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৮,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৬,২৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪০,৯৫১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৫৮৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসৌলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »