পটুয়াখালীতে প্রথম দিনেই সারা ফেলেছে ‘মেয়র অক্সিজেন ব্যাংক’

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত নাগরিকদের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুতই বাড়িতে মিলবে অক্সিজেন সেবা। এ কারনে পটুয়াখালী পৌর সভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ “মেয়র অক্সিজেন ব্যাংক” নামে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালী পৌরসভা কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম শুক্রবারেই সারা শহরে ব্যাপক সারা ফেলে। প্রথম দিনেই শুক্রবার শহরের বিভিন্ন বাড়িতে সেচ্ছাসেবকরা ৬টি অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়।

পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ২৪ ঘন্টা এই অক্সিজেন ব্যাংকের সেবা চালু থাকবে। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হটলাইন নম্বর ০১৩১৩-১০০০৯৩ তে কল করে বিনামূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়া হবে।

এদিকে পটুয়াখালী শহরের ‘পটুয়াখালী বাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন সর্ব প্রথম অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সেচ্ছাসেবী সংগঠনের খালী হওয়ায় অক্সিজেন সিলিন্ডার বরিশাল থেকে রিফিল করে আনতেও সহযেগীতা করছেন।

সালাম আরিফ/ ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »