অস্ট্রিয়ায় করোনার নতুন প্রাদুর্ভাবের শতকরা ৯৫ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রামিত

অবকাশ থেকে ফেরত আসা যাত্রীদের করোনার পিসিআর পরীক্ষার সনদ বাধ্যতামূলক করার দাবী জোরদার হচ্ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি জাতীয় প্রায় সবকটি সংবাদপত্রই জানিয়েছে বর্তমানে অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টই একমাত্র দায়ী। নতুন সংক্রমণের প্রায় শতকরা ৯৫ শতাংশই এই নতুন ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রামিত। তাছাড়াও অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়স আরও জানিয়েছেন,গত সপ্তাহে অস্ট্রিয়ায় করোনায় নতুন আক্রান্তদের প্রায় অর্ধেকের বয়স ২৫ বছরের নীচে। এছাড়াও নতুন সংক্রমণের প্রতি তিন জনের একজন অস্ট্রিয়ার বাহির থেকে সংক্রমণের শিকার হয়ে অস্ট্রিয়ায় আসছেন। তাই অস্ট্রিয়ায় প্রবেশের পূর্বে সকলের করোনার পিসিআর পরীক্ষার সনদ বাধ্যতামূলক প্রদর্শনের দাবী দিন দিন আরও জোরদার হচ্ছে।

গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী ডা. ভল্ফগাং মুকস্টাইন অবকাশ থেকে ফেরত আসাদের বাধ্যতামূলক করোনার পিসিআর টেস্টের কথা বললেও গতকাল করোনার টাস্কফোর্সের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

টাস্কফোর্সের পরামর্শ অনুযায়ী সরকার এই সপ্তাহটি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে। তবে অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা দেশে সংক্রমণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। সংক্রমণ রোগ বিশেষজ্ঞ প্রফেসর নোভটনি অস্ট্রিয়ার একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে সামনের দিনগুলোতে দৈনিক সংক্রমণ ৫০০ থেকে ১,০০০ হাজারে উঠার সতর্কতা দিয়েছেন ।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯২ জন এবং আজ কেহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৭১ জন, Steiermark রাজ্যে ৫১ জন, Salzburg রাজ্যে ৫১ জন, Tirol রাজ্যে ৪৪ জন, Vorarlberg রাজ্যে ২৭ জন, Kärnten রাজ্যে ২০ জন, NÖ রাজ্যে ১৯ জন এবং Burgenland রাজ্যে ৬ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৬৬,২৪৩ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯২,৫৯,৮৬০ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ৪২,৩৫,৬৫৫ জন করোনার সম্পূর্ণ টিকা গ্রহণকরেছেন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৭,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৫,৫৮৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪০,৪৩০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৪২৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »