৯৯৯-এ ফোন; বৈদ্যুতিক তার থেকে উদ্ধার হলো শালিক

পটুয়াখালী প্রতিনিধিঃ বৈদ্যুতিক সঞ্চলন লাইনের সুতোয় পেচিয়ে পরে একটি শালিক। দিন ভর ডাকা-ডাকির ফলে নজর পরে এক সংবাদকর্মীর । উপায় অন্ত না পেয়ে ওই সংবাদকর্মীর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।

এর পরই একে একে ঘটনা স্থলে আসে পুলিশ, পল্লি বিদ্যুৎ সহ ফায়ার সার্ভিস এর লোক জন। আর সকলের প্রচেস্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় শালিকটি চিকিৎসা শেষে আবারও মুক্ত আকাশে উড়ে যায় পাখিটি।

গতকাল (১৭ জুলাই) গলাচিপা পৌর শহরের লঞ্চঘাট এলাকায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ৭০ ফুট উঁচু তারে সুতোয় আটকানো ছিলো শালিকটি।

সংবাদ কর্মী মাইদুল হক মিকু জানান, পৌরসভার লঞ্চঘাট রোডের সামনে বৈদ্যুতিক তারে সুতার সঙ্গে একটি শালিক আটকা পড়ে। শালিকটি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলো না। পরে তিনি শালিক উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন, তারপর সেখান থেকে নম্বর নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দশমিনা ইনচার্জ মোঃ জাকির হোসেন নেতৃত্বে একটি দল ঘটনাস্থালে পৌঁছায়। তাদের পৌঁছানোর আগে প্রায় এক ঘন্টা পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগসহ স্থানীয় লোকজন চেষ্টা করে শালিকটি উদ্ধার করা হয়।

আহত অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উপজেলা প্রানি কর্মকর্তার সহায়তায় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আব্দুস সালাম আরিফ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »