পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম ইসলাম খানকে বিদায় সম্বর্ধনা দিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। শুক্রবার বিকালে জেলা পুলিশের সভাকক্ষে এ সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন পিরোজপুর কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন পিরোজপুর রিপোটার্স ইউনিটি (পিআরইউ), পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন।
এ সময় এসব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. খালিদ আবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এসএম তানভীর আহমেদ, বাংলানিউজ-এর এইচ এম লাহেল মাহমুদ, বাংলাভিশন টেলিভিশ-এর কুমার শুভ রায়, বিডি নিউজ ২৪.কম এর মো. হাসিবুল হাসান, ইনডিপেন্ডন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার মো. তামীম সর্দার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাগো নিউজের মো. ইমাম হাসান মাসুদ, ঢাকা পোস্ট এর মো. আভীর হাসান, দীপ্ত টেলিভিশনের মো. কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান পিরোজপুরে চাকুরীকালে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ।
এছাড়া একই দিন পুলিশ সুপারকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা কমিটি ও পিরোজপুর ইয়ুথ সোসাইটি’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানকে বদলি করা হয়। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসাবে ও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সাঈদুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
মো. হায়াতুল ইসলাম খান ২০১৯ সালের মে মাসে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন