আন্তর্জাতিক ডেস্ক: আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরামকে এই টিকা তৈরির ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দফতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি উৎপাদনের যাবতীয় যন্ত্রপাতি এরইমধ্যে হাতে পেয়েছে সেরাম।
ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ