আন্তর্জাতিক ডেস্ক: করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ড সোমবার রাজধানী ব্যাংককে কারফিউ জারি সহ নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এক কোটিওর বেশি লোককে কঠোর বিধি নিষেধের আওতায় পড়তে হচ্ছে।
করোনার উচ্চ সংক্রমণের ধরণ আলফা ও ডেল্টার কারণে দেশটিতে করোনা রোগী দ্রুতই বাড়ছে।
থাইল্যান্ডে এ পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৩শ’রও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এতে দুই হাজার ৭১১ জন মারা গেছে।
রাজধানী ব্যাংককে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি ছাড়াও আরো নয়টি প্রদেশে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
থাই সরকারের একসাথে পাঁচজনের বেশি লোক একত্রিত হতে পারবে না। গণপরিবহন নেটওয়ার্কও রাত নয়টা থেকে বন্ধ থাকবে। সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ




















