চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এবং তার বান্ধবী সুসান থিয়র তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন
ইউরোপ ডেস্কঃ চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। আজ শনিবার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ নিজের সামাজিক যোগাযোগ ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি শস্য ক্ষেতে বান্ধবী সুসানের সাথে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন তাঁর বান্ধবী সুসান গর্ভবতী। সেবাস্তিয়ান কুর্জ তার পোস্টে লিখেন,”আমরা খুব খুশী এবং কৃতজ্ঞ যে শিগগিরই আমরা তিনজনই হব। ”
“একটি দুর্দান্ত যৌথ কাজ আমাদের জন্য অপেক্ষা করছে, যা আমরা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছি। আমি আপনার বোঝার জন্য জিজ্ঞাসা করছি যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে আগের মতোই ব্যক্তিগত করে রাখব, তবে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত যে শীঘ্রই প্রকাশিত হবে আপনার সাথে “ফেসবুকে চ্যান্সেলর। প্রত্যাশিত জন্মের তারিখটি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বলেও জানিয়েছেন তিনি।
শিশুর খবরের সাথে সাথে,তাদের দীর্ঘকালীন দাম্পত্য জীবনে (বিবাহ ব্যতীত) এখন বিয়ের বিষয়টি আবারও তীব্র হতে পারে, যা এখনও অবধি নিশ্চিত বা অস্বীকৃত হয়নি। উল্লেখ্য যে,পাশ্চাত্য জীবনে বিবাহ ছাড়াও প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে বিবাহ ছাড়াও একসাথে থাকতে পারে এবং সন্তানের পিতা-মাতা হতে পারে। অবশ্য ইসলাম ধর্মে বিবাহের পূর্বে এইভাবে বসবাসকে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। ইসলামে অবশ্য এই ব্যাপারে যথেষ্ট যুক্তি দিয়ে তা ব্যাখ্যা করা হয়েছে।
সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পোস্টের সাথে সাথেই অস্ট্রিয়ান রাষ্ট্রপতি,উপ প্রধান মন্ত্রী সহ সরকারি ও বিরোধীদলের প্রায় সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৮ জন, Tirol রাজ্যেও ১৮ জন, OÖ রাজ্যে ১৬ জন, Steiermark রাজ্যে ১০ জন, Vorarlberg রাজ্যে ৭ জন, Burgenland রাজ্যে ১ জন, Kärnten ও Salzburg রাজ্যে যথাক্রমে -৩ ও -৮ জন।(ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)
আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৮৩,১৩৯ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান করা হয়েছে ৮৫,২৩,৭১৩ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫১,৪৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৩ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,৮১৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৯১৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস