আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত ডিএইচসি-২ মডেলের বিমানটি রাজধানী স্টকহোম থেকে ১০০ মাইল দূরে বিধ্বস্ত হয়।
ওই বিমানে আট জন স্কাইডাইভার ও পাইলটসহ মোট নয় জন আরোহী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হলে তাতে আগুন ধরে যায়।
স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাব এক সপ্তাহের জন্য বিমানটি ভাড়া নিয়েছিল। দেশটির কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ