ভিয়েনা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কভিডের তৃতীয় ডোজ টিকা প্রয়োগের অনুমোদনের আবেদন করবে ফাইজার-বায়োএনটেক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজার-বায়োএনটেক বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের কভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ প্রয়োগের জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থা’র অনুমোদনের আবেদন জানাবে।

এক বিবৃতিতে জানানো হয়, ট্রায়ালের প্রাথমিক উপাত্তে দেখা যায়, প্রথম দুই ডোজ টিকার তুলনায় তৃতীয় ডোজ টিকা করোনাভাইরাসের মূল ধরণ এবং ডেল্টা, বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পাঁচ থেকে ১০ গুণ বেশি মাত্রার এন্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

বিবৃতিতে আরো বলা হয়, কোম্পানি দু’টি সমপর্যায়ের আরেকটি পর্যবেক্ষণ জার্নালে খুব শিগগিরই আরো সুনির্দিষ্ট উপাত্ত প্রকাশের আশা এবং এক্ষেত্রে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন), ইএমএ (ইউরোপিয়ান মেডিসিনএজেন্সি) এবং অন্য ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে তথ্য ও আবেদন জমা দেয়ার পরিকল্পনা করছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কভিডের তৃতীয় ডোজ টিকা প্রয়োগের অনুমোদনের আবেদন করবে ফাইজার-বায়োএনটেক

আপডেটের সময় ০৬:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজার-বায়োএনটেক বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের কভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ প্রয়োগের জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থা’র অনুমোদনের আবেদন জানাবে।

এক বিবৃতিতে জানানো হয়, ট্রায়ালের প্রাথমিক উপাত্তে দেখা যায়, প্রথম দুই ডোজ টিকার তুলনায় তৃতীয় ডোজ টিকা করোনাভাইরাসের মূল ধরণ এবং ডেল্টা, বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পাঁচ থেকে ১০ গুণ বেশি মাত্রার এন্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

বিবৃতিতে আরো বলা হয়, কোম্পানি দু’টি সমপর্যায়ের আরেকটি পর্যবেক্ষণ জার্নালে খুব শিগগিরই আরো সুনির্দিষ্ট উপাত্ত প্রকাশের আশা এবং এক্ষেত্রে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন), ইএমএ (ইউরোপিয়ান মেডিসিনএজেন্সি) এবং অন্য ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে তথ্য ও আবেদন জমা দেয়ার পরিকল্পনা করছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ