অস্ট্রিয়ার NÖ রাজ্যে করোনার প্রতিষেধক টিকা গ্রহণের পরও ৫ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

ইউরোপ ডেস্কঃ অনেকেরই এখন প্রশ্ন অস্ট্রিয়ায় সবকিছু খুলে দেয়ার পর,এখন কি মহামারীর পরবর্তী প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে ?

অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung আজ জানিয়েছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে চতুর্দিক থেকে পরিবেষ্টনকারী রাজ্য লোয়ার অস্ট্রিয়ায় (Niederösterreich) আজ ২৪ জন নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত শনাক্ত হয়েছেন।এই আক্রান্তদের মধ্যে আবার ৫ জন করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেছিলেন। তাই সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বার বার সতর্ক করছেন যে,এই নতুন ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই শক্তিশালী করোনার নতুন ভ্যারিয়েন্ট। অনেক সময় করোনার প্রতিষেধক টিকা গ্রহণের পরও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট সহজেই আক্রান্ত করে ফেলতে পারে।

NÖ রাজ্যের স্বাস্থ্য কাউন্সিলর উলরিকে কনিগসবার্গার -লুডভিগ আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের মতে এই ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক, অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে আরও বিপজ্জনক। বর্তমানে ভারতীয় এই ডেল্টা ভ্যারিয়েন্টটি লোয়ার অস্ট্রিয়ায় (NÖ) ব্যাপক হারে ছাড়িয়ে পড়ছে। তিনি জানান শুধুমাত্র আজ শুক্রবারেই এই রাজ্যের ২৪ জন এই ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত শনাক্ত হয়েছেন। এর ফলে এই রাজ্যে এই পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৪ জন।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে অস্ট্রিয়ার Niederösterreich (NÖ) রাজ্য প্রশাসন রাজ্যে ব্যাপকহারে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য প্রশাসন থেকে বলা হয়েছে ইতিমধ্যেই এই রাজ্যে এই পর্যন্ত দশজন করোনার প্রতিষেধক টিকা গ্রহণের পরেও ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত শনাক্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ জন করোনার প্রতিষেধক টিকা সম্পূর্ণরূপে গ্রহণ করে গ্রীন পাসের অপেক্ষায় ছিলেন। আর বাকী পাঁচজন করোনার প্রতিষেধক টিকার এক ডোজ গ্রহণ করেছিলেন।

NÖ রাজ্যের স্বাস্থ্য কাউন্সিলরের ঊদ্ধৃতি দিয়ে Kronen Zeitung বলেন,রাজ্য প্রশাসন আক্রান্তদের যে টিকাগুলি দিয়েছিল সেগুলি আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আজ যারা টিকা গ্রহণের পরও ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে সম্পূর্ণরূপে টিকা গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে দুইজন ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে জানা গেছে। আর আক্রান্ত  বাকিদের মধ্যে একজন অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ভ্যাকসিন থেকে দুটি স্টিচ পেয়েছিলেন এবং অন্য একজন জনসন ও জনসনের কাছ থেকে “একক ভ্যাকসিন” পেয়েছিলেন। লোয়ার অস্ট্রিয়ান কর্তৃপক্ষের মতে, আংশিকভাবে টিকা প্রাপ্ত চারজনের মধ্যে চারজনকে বিয়নটেক / ফাইজার থেকে এই টিকা দিয়ে টিকা দেওয়া হয়েছিল।  একজন ব্যক্তি মোডার্নার ভ্যাকসিন থেকে স্টিং পেয়েছিলেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৪০ জন, NÖ রাজ্যে ২০ জন, Kärnten রাজ্যে ১১ জন,Salzburg রাজ্যে ১০ জন, Steiermark রাজ্যে ৭ জন,Vorarlberg রাজ্যে ৪ জন, Burgenland রাজ্যে ৪ জন এবং OÖ রাজ্যে আজ কেহ করোনায় আক্রান্ত শনাক্ত হন নি।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৯১ হাজার ১৮ ডোজ এবং এই পর্যন্ত মোট করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৮৪ লাখ ৩৪ হাজার ৭৭৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন ৩৫ লাখ ৯৫ হাজার ৩৮৩ জন, যা দেশের মোট জনসংখ্যার ৪০,৩%।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫১,২৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,৭১৯ জন। বর্তমান অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৮৫০ জন(+বৃদ্ধি)।এর মধ্যে আইসিইউতে আছেন ৪৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »