হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পুলিশ সুপার পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে ।

৬  জুলাই কালিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ২৫০ জন গরিব দুঃখী মানুষকে ঈদ উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম।

হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে  মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষ ঘরবন্দি থাকা অবস্থায়  খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে তারা যাতে করে  পরিবারদের নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাতে পারে হবিগঞ্জ পুলিশ সুপার ও পুলিশ সদস্যদের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার  অসহায় মানুষের মাঝে দুহাত বাড়িয়ে দেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) সার্কেল হবিগঞ্জ, ডিএসবি আবদুল বারী , নাজমুল,  সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী ট্রাফিক নিয়ন্ত্রণের মোশারফসহ পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া বিভিন্ন মিডীয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ মামলায় ১৩ হাজার ৬শ  টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার দাউদনগর বাজার, সুতাংবাজার ও বাছিরগঞ্জ বাজারে সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।

এ ছাড়াও কয়েকজন অসহায়, দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

মোতাব্বির হোসেন কাজল/ ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »