আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের ছুটির দিনে ৪০০টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে অন্তত দেড়শ মানুষ নিহত হয়েছে। দেশটির জাতীয় আগ্নেয়াস্ত্র সংঘাত আর্কাইভের রিপোর্টের বরাত দিয়ে এমন তথ্য দিযেছে সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় চার শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবং এই সংখ্যা বাড়ছে। শুধু নিউইয়র্ক শহরে এই তিনদিনে ২১টি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। তবে গতবারের চেয়ে এ বছর নিহতের সংখ্যা কমেছে বলে দাবি নিউইয়র্ক পুলিশের।
এদিকে, শিকাগো শহরের পুলিশ সুপার ডেভিব ব্রাউন বলেছেন, বছরের কঠিনতম ছুটির দিন ছিল এই রোববার। শহরজুড়ে ৮৩ জনকে গুলি করা হয়, এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় শিকাগোতে ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন