পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে খাস জমি দখলের অভিযোগে মো. কালাম হাওলাদর (৪৫) নামের এক ভুমি দস্যুকে দেড় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (০৪জুলাই) তাকে এই সাজা দেন আদালত। দন্ডপ্রাপ্ত কালাম হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর গ্রামের মৃত রুঙ্গু হাওলাদারের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকতের ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ড প্রদান করেন।
সাখাওয়াত জামিল সৈকত জানান, কালাম হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা বাজার সংলগ্ন চরের খাস জমি অবৈধভাবে দখল করেন। তাকে ভুমি অফিস থেকে দখল ছেড়ে দিতে বলা হলেও তিনি তা করেননি। উপরন্ত কয়েকদিন ধরে সেখানে অবৈধভাবে ঘর উত্তোলন করে আসছিলেন।
সহকারী কমিশনার জানান, সরেজমিনে সেখানে ঘর উত্তোলনের কাজ দেখতে পেয়ে জমির অবৈধ দখলকারী কালামকে আটক করে সাজা দেয়া হয়।
স্থানীয়রা জানান, কালাম হাওলাদার একজন ভুমিদস্যু। সে বিভিন্ন জায়গার সরকারী খাস জমি দখল করেন ও তা বিক্রি করেন। এমনি কি ওই জমির ২০ শতাংশ দখল করে তার একটি অংশ এর আগে স্থানীয়দের কাছে বিক্রি করেছেন।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন