ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সহিংসতার আশঙ্কায় ভিয়েনায় কিশোরী হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ১৫ সময় দেখুন

লিওনি হত্যা মামলা অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব বাড়ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছে, আজ শনিবার অস্ট্রিয়ান রক্ষণশীলদের ডাকা এক গণবিক্ষোভ সহিংসতার আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে,গত শনিবার দুইজন আফগান তরুণ (১৬,১৮) কর্তৃক ১৩ বছরের এক অস্ট্রিয়ান কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজনীতি অস্থির হয়ে উঠছে। অস্ট্রিয়ার সকল রাজনৈতিক দল এই লোমহর্ষক ঘটনার নিন্দা করেছে। তবে রক্ষণশীল দল সমূহ অস্ট্রিয়ার সরকারের রাজনৈতিক আশ্রয়নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

ভিয়েনার এফপিও (FPÖ) এর পরিচালক ডোমিনিক নেপ্প অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের দ্রুত দেশ থেকে বের করে দেয়ার দাবী করেছেন।

অস্ট্রিয়ার দৈনিক পত্রিকাটি আরও জানান লিওনি হত্যা মামলাটি ইতিমধ্যেই অস্ট্রিয়ায় এক রাজনৈতিক বিস্ফোরণের সৃষ্টি করেছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) এই হত্যার পর Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই হত্যা কেবলমাত্র দেশীয় বিচার বিভাগকেই চ্যালেঞ্জিত করে নি বরঞ্চ সমগ্র ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। তিনি বলেন,রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের মধ্যে যারা কোনও অপরাধমূলক অপরাধ করে তাদের আতিথেয়তার অধিকারগুলি আর বহাল থাকে না।

এদিকে আজ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিভাগ ZIB জানিয়েছে, লিওনি হত্যাকারী একজনের রাজনৈতিক আশ্রয়া প্রার্থনার মামলাটি ২০১৭ সালেই প্রত্যাখ্যান হয়েছিল। তাছাড়াও তার বিরুদ্ধেতিনটি ফৌজদারি মামলা রয়েছে। স্বভাবতই এর ফলে অস্ট্রিয়ার রক্ষণশীলরা সরকারের রাজনৈতিক আশ্রয় প্রার্থী নীতির তীব্র সমালোচনা করছে।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৩ জন এবং আজ কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৮ জন, OÖ রাজ্যে ১২ জন, Salzburg রাজ্যে ৮ জন, Vorarlberg রাজ্যে ২ জন, Tirol রাজ্যে ১ জন, Burgenland রাজ্যে আজ কেহ করোনায় আক্রান্ত শনাক্ত হন নি, Kärnten ও Steiermark রাজ্যে যথাক্রমে -১ ও – ৪ জন। (  ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১ লাখ ৫ হাজার ১০ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট টিকা প্রদান করা হয়েছে ৭৯ লাখ ৭৫ হাজার ৮৬৩ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার টিকাদান সম্পূর্ণ সম্পন্ন করেছেন ৩২ লাখ ৭২ হাজার ২২০ জন। এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৩৬,৭ %।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৬৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭০৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,১৬৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৮৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সহিংসতার আশঙ্কায় ভিয়েনায় কিশোরী হত্যার বিরুদ্ধে বিক্ষোভ বাতিল

আপডেটের সময় ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

লিওনি হত্যা মামলা অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব বাড়ছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছে, আজ শনিবার অস্ট্রিয়ান রক্ষণশীলদের ডাকা এক গণবিক্ষোভ সহিংসতার আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে,গত শনিবার দুইজন আফগান তরুণ (১৬,১৮) কর্তৃক ১৩ বছরের এক অস্ট্রিয়ান কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজনীতি অস্থির হয়ে উঠছে। অস্ট্রিয়ার সকল রাজনৈতিক দল এই লোমহর্ষক ঘটনার নিন্দা করেছে। তবে রক্ষণশীল দল সমূহ অস্ট্রিয়ার সরকারের রাজনৈতিক আশ্রয়নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

ভিয়েনার এফপিও (FPÖ) এর পরিচালক ডোমিনিক নেপ্প অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের দ্রুত দেশ থেকে বের করে দেয়ার দাবী করেছেন।

অস্ট্রিয়ার দৈনিক পত্রিকাটি আরও জানান লিওনি হত্যা মামলাটি ইতিমধ্যেই অস্ট্রিয়ায় এক রাজনৈতিক বিস্ফোরণের সৃষ্টি করেছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) এই হত্যার পর Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই হত্যা কেবলমাত্র দেশীয় বিচার বিভাগকেই চ্যালেঞ্জিত করে নি বরঞ্চ সমগ্র ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। তিনি বলেন,রাজনৈতিক আশ্রয়াপ্রার্থীদের মধ্যে যারা কোনও অপরাধমূলক অপরাধ করে তাদের আতিথেয়তার অধিকারগুলি আর বহাল থাকে না।

এদিকে আজ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিভাগ ZIB জানিয়েছে, লিওনি হত্যাকারী একজনের রাজনৈতিক আশ্রয়া প্রার্থনার মামলাটি ২০১৭ সালেই প্রত্যাখ্যান হয়েছিল। তাছাড়াও তার বিরুদ্ধেতিনটি ফৌজদারি মামলা রয়েছে। স্বভাবতই এর ফলে অস্ট্রিয়ার রক্ষণশীলরা সরকারের রাজনৈতিক আশ্রয় প্রার্থী নীতির তীব্র সমালোচনা করছে।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৩ জন এবং আজ কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৮ জন, OÖ রাজ্যে ১২ জন, Salzburg রাজ্যে ৮ জন, Vorarlberg রাজ্যে ২ জন, Tirol রাজ্যে ১ জন, Burgenland রাজ্যে আজ কেহ করোনায় আক্রান্ত শনাক্ত হন নি, Kärnten ও Steiermark রাজ্যে যথাক্রমে -১ ও – ৪ জন। (  ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১ লাখ ৫ হাজার ১০ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট টিকা প্রদান করা হয়েছে ৭৯ লাখ ৭৫ হাজার ৮৬৩ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার টিকাদান সম্পূর্ণ সম্পন্ন করেছেন ৩২ লাখ ৭২ হাজার ২২০ জন। এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৩৬,৭ %।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৬৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭০৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,১৬৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৮৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস