পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের শামীম গাজী (২৫) নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
শুক্রবার শেষ বিকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত শামীমকে কলাপাড়া হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ফয়সাল হাওলাদার ও হাসিব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত শামীম গাজী জানায়, সম্প্রতি পশ্চিম মধুখাল গ্রামের ১৮ শতক জমি ক্রয় নিয়ে অপর অংশিদারদের বিরোধ সৃস্টি হয়। এর জেরে শুক্রবার শেষ বিকালে ১০/১২ সশস্ত্র দূর্বৃত্তরা শামিম গাজীর বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে তার দুই হাত এবং বাম পায়ের রগ কেটে যায়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক সায়মা সুলতানা জানান, অবস্থার অবনতি হওয়ায় আহত যুবককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস