আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু উপকূলে একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ইঞ্জিনে ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানের দুই আরোহীকেই উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) এবং কোস্টগার্ড কতৃর্পক্ষ।
ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এক টুইট বার্তায় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া ৭৩৭-২০০ কার্গো বিমানটি ২০১৪ সাল থেকে ট্রান্সএয়ারের পরিবহন কাজে নিয়োজিত। বিমানটি ১৯৭৫ সালে তৈরি হয়। প্রথমে বিমানটি সরবরাহ করা হয়েছিলো প্যাসিফিক ওয়েস্টার্ন এয়ারলাইন্সকে।
হনুলুলু থেকে মাইয়ু দ্বীপে যাওয়ার পথে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়ে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখবে এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
ডেস্ক/ইবিটাইমস/এমএন