পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন পালনের প্রথমদিনে বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরী প্রয়োজনে সড়ক গুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে শহরের কাচাঁ বাজার ও ফার্মেসী ছাড়া জেলার সকল দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপরদিকে যেসব মানুষ মাক্স ছাড়া বাহিরে বের হচ্ছে তাদের কে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স সরবরাহ করতে দেখা গেছে।
সকালে শহরের বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি ধেখে সন্তোশ প্রকাশ করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা গুলোতে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোথাও যাতে বিনাপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে বের না হয় সে জন্য সবাইকেই পুলিশের প্রশ্নের মুখে পরতে হচ্ছে। কাজ ছাড়া বাহিরে বের হলে তাদের জমিানা এমনকি গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়া যেসব এলাকায় জনসমাগম হতে পারে সে সব এলাকায় বাড়তি নজরদারী করা হচ্ছে। আগামী সাত দিন এই ধারাবাহিকতায় পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’
আব্দুস সালাম আরিফ /ইবিটাইমস