
নির্বাচনী সহিংসতা, চরফ্যাসনে মনিরের মৃত্যুর কারণ নিয়ে ধুম্রজাল
চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসনে ২১ জুন ভোটগ্রহনের দিন হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহিলা ভোটারদের জন্য নির্ধারিত দক্ষিণ চর ফকিরা কো-ইড সপ্রাবি কেন্দ্রে নিহত মনির হোসেনের মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মনির মারা গেছেন এমনটা পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা দাবী করলেও ‘ কার গুলিতে মনির মৃত্যু হয়েছে’ এই প্রশ্নের কোন উত্তর মিলছে না। পুলিশের সাফ কথা…