হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সভাপতিত্বে পত্রিকার জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন মোহন, কাউন্সিলর আব্বাস উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, ব্যাংকার মোঃ ছলিমউল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রকিব, সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন রুমি,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাখাওয়াত হোসেন টিটু, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, এস এম রাকিব প্রমূখ।
মোতাব্বির হোসেন কাজল /ইবিটাইমস