আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আলাদা দুটি এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। খবর সিএনএনের।
সোমবার পুলিশ জানিয়েছে, রাত রোববার ৯টার কিছুক্ষণ আগে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে একজন। এতে নিহত হয় এক নারী। আহত হয় ১৫ বছর বয়সী এক কিশোরসহ চার ব্যক্তি। হতাহত সবাই এ সময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল।
এ ছাড়া রাত ১১টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় ঘটে আরেকটি এলাপাতাড়ি গোলাগুলির ঘটনা। যাতে নিহত হয়েছেন এক নারী। আহত হয় অন্তত আট ব্যক্তি। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। এতে আহত হয় আরও দুজন।
এ নিয়ে গত এক সপ্তাহে শিকাগোতে এলোপাতাড়ি গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত ছয়জন। আহত হয়েছে আরও ৭৪ জন।
ডেস্ক/ইবিটাইমস/এমএন