করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে

ইউরোপ ডেস্কঃ স্কটল্যান্ডের গবেষকরা জানিয়েছেন বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের নতুন রূপ এই ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক পরিমানে সংক্রমিত হচ্ছেন।

অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন বর্তমানে করোনা ভাইরাসের এই নতুন ডেল্টা রূপটি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে। স্কটল্যান্ডের বিশেষজ্ঞদের এক সমীক্ষায় বলা হয়েছে এই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টটি বিশেষত শিশু এবং কিশোর-কিশোরীদেরও অধিক পরিমানে সংক্রামিত করছে। যা ইতিপূর্বে সাধারণ করোনা প্রাদুর্ভাবের সময়ে দেখা যায় নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্টটি বর্তমানে জার্মানি, গ্রেট ব্রিটেন এবং অস্ট্রিয়াতেও নতুন করে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের পরিসংখ্যানগুলি দেখায় যে শিশু এবং যুবক-যুবতী বিশেষত এই রূপান্তর দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বের করোনার রুপান্তরিত ভাইরাসের চেয়ে এই ডেল্টা রূপটি অনেক বেশি সংক্রামক। বৃটিশ সরকারের এক পরিসংখ্যানে বলা হয়েছে যুক্তরাজ্যের (গ্রেট ব্রিটেন) হাসপাতালে আলফা ভেরিয়েন্টের চেয়ে এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশী। আলফা ভেরিয়েন্ট যুক্তরাজ্যে সৃষ্ট করোনার পরিবর্তিত ভেরিয়েন্ট।

পত্রিকাটি আরও জানায়, বর্তমানে স্কটল্যান্ডের এক গবেষণার পরিসংখ্যানে দেখা গেছে শিশু এবং কিশোর-কিশোরীরাও বর্তমানে এই ডেল্টা ভেরিয়েন্টে অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছে। ডেল্টা রূপান্তরটি যেহেতু অনেক বেশি সংক্রামক, তাই মহামারীটি নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যায় এই টিকা গ্রহণকারীদের অনুপাতটি পূর্বের রূপগুলির চেয়ে বেশি হতে হবে বলে স্কটল্যান্ডের গবেষকরা সরকারকে পরামর্শ দিয়েছেন। স্কটল্যান্ডে এখন পর্যন্ত অল্প পরিসরে শিশু ও কিশোর-কিশোরীদের টিকা দেওয়া হয়েছে এবং এই সঙ্কটকালীন সময়ে ডেল্টার রূপটি দ্রুত ছড়িয়ে যেতে পারে এবং সংখ্যাটি আকাশছোঁয়াও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যারা এখনও করোনার টিকা নেয় নি তারা সকলেই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন বলে গবেষকরা জানিয়েছেন।

বর্তমানে বিশ্বে স্বীকৃতীপ্রাপ্ত সকল টিকা বা ভ্যাকসিনই এই ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ বিস্তার রোধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

তাছাড়াও গবেষকরা আরও বলেছেন, আংশিকভাবে টিকা দেওয়া লোকদের জন্যও এই ডেল্টা বিপদজনক।যেমন, যারা কেবলমাত্র প্রথম ডোজ পেয়েছেন তারা সকলেই এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে সুরক্ষিত নন। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের এ্যারোসোল গবেষকরা খুঁজে পেয়েছেন যে,বন্ধ কক্ষগুলিতে সংক্রামিত হওয়ার আগে সংক্রামিত ব্যক্তির সাথে কয়েক মিনিটের অরক্ষিত যোগাযোগই যথেষ্ট এই ভাইরাসে আক্রান্ত হতে। বর্তমানে স্কটল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্তের সংখ্যা প্রায় ৮,০০০ হাজারের কাছাকাছি।

এদিকে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাবেক পরিচালক ও সংক্রমণ রোগ বিশেষজ্ঞ গ্যাবি বারবাশ বলেছেন এই ডেল্টা ভ্যারিয়েন্ট এতোই শক্তিশালী যে, এরা শিশুদের সহজেই সংক্রামিত করে ফেলে এবং এমনকি ভ্যাকসিন সম্পন্ন করা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকেও সংক্রামিত করছে।

তবে বিশেষজ্ঞরা সাধারণ করোনার পদক্ষেপগুলি এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তার রোধে সাহায্য করছে বলে জানিয়েছেন। যেমন  সকলেই নাক ও মুখের সুরক্ষার মাস্ক পড়া,করোনার বেশী বেশী পরীক্ষা করে আক্রান্তদের দ্রুত পৃথক করা,একজন থেকে আরেকজনের সামাজিক দূরত্ব রক্ষা করে চলা।

তাছাড়াও বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল করোনার ভ্যাকসিন বা টিকা গ্রহণ করা। এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার প্রতিরোধে তাই ছোট বড় সকলকেই সম্ভব হলে দ্রুত করোনার স্বীকৃতীপ্রাপ্ত যে কোনও টিকা বা ভ্যাকসিন গ্রহণ করা।

অন্যদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৯ জন, Vorarlberg রাজ্যে ৫ জন, Salzburg রাজ্যেও ৫ জন, Steiermark রাজ্যে ৩ জন, Burgenland রাজ্যে ২ জন, Tirol রাজ্যে ১ জন, OÖ রাজ্যে কেহ আক্রান্ত শনাক্ত হন নি এবং Kärnten রাজ্যে -১ (ডাটা ক্লিনিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার টিকাদান করা হয়েছে ৪৪,৩৯৮ ডোজ এবং এই পর্যন্ত করোনার টিকাদান করা হয়েছে মোট ৭৪,৭৯,২৫৫ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৩২৪ ডোজ এবং এই পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১০,৭০১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৭ ৫৪৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,০৭৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »