ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো, মৃত্যু ২৬

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা সংক্রমন ২ হাজার ছাড়ালো। গত এক বছরে এ পর্যন্ত আক্রান্ত প্রায় ২ হাজার ৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৩ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সদরে ৪ জন এবং বোরহানউদ্দিনে ৩ জন রয়েছে। জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ্ হয়েছে এক হাজার ৯৪৯ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭২ জন। যাদের মধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত এক বছরে ভোলা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর মধ্যে সদরে ১৬ জন, দৌলতখানে ৩ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৩ জন ও চরফ্যাশনে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে আক্রান্ত ১৩৫৬জন। এদের মধ্যে সুস্থ্ ১৩৩৩ জন। দৌলতখানে মোট আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৮ জন। বোরহানউদ্দিন উপজেলায় ২০৪ জনের মধ্য সুস্থ্ ১৯২ জন। লালমোহন উপজেলায় ১১৯ জনের মধ্যে সুস্থ্ ১১৪ জন। চরফ্যাশন উপজেলায় ১২৪ জনের মধ্যে সুস্থ্ ১১৮ জন। তজুমদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ্ হয়েছেন ৭০ জন এবং মনপুরা উপজেলায় ৩৪ জনের মধ্যে সুস্থ্ হয়েছেন ৩৪ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলায় আক্রান্তের হার কিছুটা কম। তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩টি আইসিইউ বেড ও ৩টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা চালু রয়েছে। করোনা সংক্রমন রোধে জেলা ব্যাপী স্বাস্থ্যবিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »