ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

হাঙ্গেরি খুব শীঘ্রই অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডে করোনার টিকা দিতে চায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ১৪ সময় দেখুন

হাঙ্গেরি নিজেই রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক উৎপাদন করছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন হাঙ্গেরি ভবিষ্যতে করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা তার প্রতিবেশী অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ড রাজ্যেও দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

পত্রিকাটি জানায়,অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরির সরকার আজ বুধবার ২৩ জুন রাজধানী বুদাপেস্টে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা জানান। তারা জানান যে, সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মনোনীত টিকা কেন্দ্রগুলিতে কোভিড -১৯ টি টিকা দেওয়া হবে।

অবশ্য হাঙ্গেরি শুধুমাত্র রাশিয়ান স্পুটনিক টিকা প্রদান করবে,আপনি ভ্যাকসিনটি নির্বাচন করতে পারবেন না। তবে অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডের স্বাস্থ্য প্রশাসন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন যেহেতু রাশিয়ান স্পুটনিক টিকা বা ভ্যাকসিন অস্ট্রিয়া ও ইউরোপীয় ইউনিয়নে এখনও অনুমোদন পায় নি, তাই এই টিকাদানের পর করোনার গ্রীনপাসে তা স্থান পাবে না।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা অননুমোদিত “স্পুটনিক ভি” টিকা গ্রহণ করবেন তারা অস্ট্রিয়ার সরকার থেকে করোনার কোন সনদ পাবেন না।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী হাঙ্গেরিদের এই অফার কেবল অস্ট্রিয়ার সাথে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদেরই নয়, ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়াতেও রয়েছে।  যে কেউ টিকা দিতে চায় সে কোনও ভ্যাকসিন সেন্টারে সাইটে নিবন্ধন করতে পারবে এবং বর্তমানে উপলব্ধ ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবে। এই টিকাদান শুধুমাত্র ১৮ বছরের ওপরের বয়সের মানুষের জন্য।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৪ জন, NÖ রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১০ জন, Vorarlberg রাজ্যে ৭ জন,Burgenland রাজ্যে ৭ জন, Tirol রাজ্যে ৪ জন, Salzburg রাজ্যে ৩ জন এবং Kärnten রাজ্যে – ১৮(ডাটা ক্লিনিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার টিকা প্রদান করা হয়েছে ৯৭,৬২৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৭০,০৮,১৬৬ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৮৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০,৬৮৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৬,৭৪০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৪১৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাঙ্গেরি খুব শীঘ্রই অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডে করোনার টিকা দিতে চায়

আপডেটের সময় ০৯:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

হাঙ্গেরি নিজেই রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক উৎপাদন করছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন হাঙ্গেরি ভবিষ্যতে করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা তার প্রতিবেশী অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ড রাজ্যেও দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

পত্রিকাটি জানায়,অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরির সরকার আজ বুধবার ২৩ জুন রাজধানী বুদাপেস্টে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা জানান। তারা জানান যে, সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মনোনীত টিকা কেন্দ্রগুলিতে কোভিড -১৯ টি টিকা দেওয়া হবে।

অবশ্য হাঙ্গেরি শুধুমাত্র রাশিয়ান স্পুটনিক টিকা প্রদান করবে,আপনি ভ্যাকসিনটি নির্বাচন করতে পারবেন না। তবে অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ডের স্বাস্থ্য প্রশাসন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন যেহেতু রাশিয়ান স্পুটনিক টিকা বা ভ্যাকসিন অস্ট্রিয়া ও ইউরোপীয় ইউনিয়নে এখনও অনুমোদন পায় নি, তাই এই টিকাদানের পর করোনার গ্রীনপাসে তা স্থান পাবে না।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা অননুমোদিত “স্পুটনিক ভি” টিকা গ্রহণ করবেন তারা অস্ট্রিয়ার সরকার থেকে করোনার কোন সনদ পাবেন না।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী হাঙ্গেরিদের এই অফার কেবল অস্ট্রিয়ার সাথে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদেরই নয়, ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়াতেও রয়েছে।  যে কেউ টিকা দিতে চায় সে কোনও ভ্যাকসিন সেন্টারে সাইটে নিবন্ধন করতে পারবে এবং বর্তমানে উপলব্ধ ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবে। এই টিকাদান শুধুমাত্র ১৮ বছরের ওপরের বয়সের মানুষের জন্য।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৪ জন, NÖ রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১০ জন, Vorarlberg রাজ্যে ৭ জন,Burgenland রাজ্যে ৭ জন, Tirol রাজ্যে ৪ জন, Salzburg রাজ্যে ৩ জন এবং Kärnten রাজ্যে – ১৮(ডাটা ক্লিনিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার টিকা প্রদান করা হয়েছে ৯৭,৬২৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৭০,০৮,১৬৬ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৮৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০,৬৮৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৬,৭৪০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৪১৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস