ডেস্ক: বাংলাদেশি সুলতানা খান সুইজারল্যান্ডের পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ড সংসদের নারী বিষয়ক অধিবেশনের জন্যে। নারী বিষয়ক অধিবেশনের আসন সংখ্যা ২৪৬। সুইজারল্যান্ডের নারী ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। বছরে কয়েকবার এই অধিবেশন বসে এবং নারীদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা ও আইন পাস হয়।
নারী বিষয়ক অধিবেশনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সুইজারল্যান্ডের জাতীয় সংসদে পা রাখছেন।
২৪৬ আসনের বিপরীতে ১৪০০ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জুরিখ জোন থেকে নির্বাচিত হয়েছেন ৩৫ জন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিতদের মধ্যে তৃতীয় হয়েছেন সুলতানা খান। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
সুলতানা খান সুইজারল্যান্ডের মূলধারার বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএন