আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে বিশ্বের বিভিন্ন দেশে চলছে টিকাদান কর্মসূচি। কিন্তু সংক্রমণ বাড়াতে ডেল্টা প্লাস নামের নতুন একটি ভ্যারিয়েন্ট আলোচনায় চলে এসেছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া উচ্চ সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকানোর জন্য পদক্ষেপ নিলেও অন্তত ৯টি দেশে ধরন পাল্টানো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের স্ট্রেইন শনাক্ত হয়েছে। এমন তথ্য জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭.২.১।
ভারতসহ অন্তত ৯টি দেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।
ডেস্ক/ইবিটাইমস/এমএন