কাউখালীতে নৌবাহিনীর প্রশিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে চাঁদা না দেয়ায় মো. জহিরুল ইসলাম সাদি নামের নৌবাহিনীর একজন প্রশিক্ষককে মারধর করা হয়েছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স। তিনি ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সহ-সভাপতি।

জানা গেছে, ভুক্তভোগী জহিরুল ইসলাম সাদি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে ও নৌবাহিনীর প্রথম শ্রেণীর প্রশিক্ষক। তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসাবে চট্টগ্রামের পতেঙ্গায় কর্মরত আছেন। অন্যদিকে, অবিযুক্ত ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স একই এলাকার  মো. কয়েস তালুকদারের ছেলে।

এ হামলার ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর  প্রশিক্ষক জহিরুল ইসলাম সাদীর ফুফু মোসাম্মাৎ নাছিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (২২জুন) কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানায় দায়ের হওয়া মামলা ও স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ছাত্রলীগ নেতা প্রায়ই ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের অযুহাতে চাঁদা দাবি করতেন। গত ৯ জুন বিকালে তিনি বাড়িতে থাকা কালে ছাত্রলীগ নেতা প্রিন্স আরো ৪-৫ জনকে নিয়ে ওই নৌবাহিনীর প্রশিক্ষকের কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে তারা তাকে মারধর করেন।

ভূক্তভোগী জহিরুল ইসলাম সাদি জানান, তিনি চট্টগ্রামের  পতেঙ্গা এলাকায় নৌবাহিনীর কমিশন অফিসারদের প্রশিক্ষন ঘাঁটিতে প্রথম শ্রেণীর প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। তিনি সাত দিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »