আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন মডার্নার। মঙ্গলবার জার্মান সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
৬৬ বছর বয়স্ক মার্কেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি মর্ডানার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকার মিশ্রণ ভালো ধারণা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি।
মার্চ মাসে ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএন