ইতালির রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে বামপন্থী জোটে প্রার্থী বাছাই

রোম,ইতালিঃ ইতালির রোম সিটি কর্পোরেশন এর আসন্ন নির্বাচনে বামপন্থী জোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সমর্থকরা ভোট প্রদান করছে।

গতকাল ২১ জুন সকাল ৮ টা হতে রাত ৯টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রোমের মোট ১৫টির মধ্যে ১২ টি মিউনিসিপ্যালি‘তে এই নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের ভোট প্রদান করা হয়। যেখানে পিডি সমর্থিত রোম এর মেয়র পদপ্রার্থী হিসেবে সাবেক অর্থমন্ত্রী রর্বেতো গুয়েলতারি ৬০% ভোটে বিজয় অর্জন করেন।

এছাড়াও সবচেয়ে আলোচিত বাংলাদেশী অধ্যুষিত ৫ নং মিউনিসিপ্যাল থেকে ‘মাউরো কালিসতে‘ প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হোন। নির্বাচিত সকল প্রার্থীরাই পরবর্তিতে রোম পৌরসভার সাধারণ নির্বাচনে বামপন্থী জোটের হয়ে আগামী অক্টোবরে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য এই নির্বাচনের রেসিডেন্সধারীরা ভোট প্রদান করতে পারলেও আসন্ন রোম সিটি কর্পোরেশনের মূল নির্বাচনে শুধুমাত্র পাসপোর্টধারী অর্থাৎ ইতালিয়ান নাগরিকরা ভোট প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে ইউকে সহ বিভিন্ন দেশে বসবাসরত ইতালিয়ান নাগরিকরা ভোটে অংশগ্রহণ করতে পারবেন।

রোম ৫ নং মুনিচিপিও থেকে নির্বাচিত প্রেসিডেন্ট প্রার্থী ‘মাউরো কালিসতে‘ আইয়ন টিভি‘র সাক্ষাৎকারে বলেন, আগামীতে বাংলাদেশী কমিউনিটিকে সাথে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করবেন

মনিরুজ্জামান মনির /ইবি টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »